ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানসহ ৯ জন কারাগারে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:৩১ এম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ নয়জনকে মাদক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই আদেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছেন - রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।
ওইদিন গুলশান থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারায় একটি রেস্টুরেন্ট থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা উদ্ধার করা হয়। পরে গুলশান থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বাসা ও কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও বিদেশি মদ জব্দ করা হয়। সেই সময় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার অন্যতম মূল হোতা। তিনি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় তিনি চার বছর সাজা ভোগ করেন।