শেখ হাসিনাসহ ৩ জনের বিরুেদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:২১ এম, ০১ সেপ্টেম্বর ২০২৫

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক ও পক্ষসমূহ উপস্থিত থাকবেন। সকালেই হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীসহ মোট ২৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই মাসের অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা ও হত্যাযজ্ঞের বর্ণনা দিয়েছেন এবং এসব অপরাধে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।
এর আগে, ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন এবং মামলার বিচার শুরু করার আদেশ দেন। প্রসিকিউশন এই মামলায় তাদের বিরুদ্ধে মোট পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে।