নির্বাচনের আগে ১০টি মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের


নির্বাচনের আগে ১০টি মামলার রায়ের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের

জাতীয় ইতিহাসে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮ থেকে ১০টি মামলার বিচার আগামী ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই প্রত্যাশা প্রকাশ করেন।

তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্ট’ আন্দোলনের সময় যে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, তাতে অনেক পুলিশ সদস্য জড়িত ছিল। পুলিশের বিরুদ্ধে পুলিশকে দিয়ে তদন্ত চালানো সহজ ছিল না, এবং অনেক প্রমাণও ধ্বংস করা হয়েছিল। তবে আমরা ইতোমধ্যেই বিচার প্রক্রিয়া যথেষ্ট এগিয়ে নিয়ে গেছি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ না থাকে। কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত রায় শিগগিরই আসবে।

তিনি আশা প্রকাশ করেন, দেশবাসী ফেব্রুয়ারির আগে শেখ হাসিনার বিচার দেখতে সক্ষম হবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×