সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ১২০ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ


সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ১২০ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

দুর্নীতি ও মানিলন্ডারিং অভিযোগের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্টদের ১২০টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশ অনুযায়ী, ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা রয়েছে। এছাড়া ৬টি ডলার অ্যাকাউন্টে ২৪ হাজার ৭৯০ ডলার রাখা আছে।

এদিন দুদকের পক্ষে উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান চালানোর জন্য দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের নয় সদস্যের সমন্বয়ে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

এর আগে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ৩৯টি ব্যাংক হিসাব ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছিল। বিএফআইইউ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী ৮১টি অ্যাকাউন্টও ফ্রিজ করার নির্দেশ আসে।

দুদক জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলোর সঙ্গে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্টদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই চলমান অনুসন্ধানের সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আদালতের মাধ্যমে অ্যাকাউন্ট ফ্রিজ করা প্রয়োজনীয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×