সময় টিভির পরিচালক পদে ফিরলেন আহমেদ জোবায়ের


সময় টিভির পরিচালক পদে ফিরলেন আহমেদ জোবায়ের

সময় মিডিয়া লিমিটেডের পরিচালক পদে পুনর্বহাল হয়েছেন প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা ও শেয়ারহোল্ডার আহমেদ জোবায়ের। একই সঙ্গে ২০২৪ সালের ১ আগস্ট থেকে তার বকেয়া সম্মানি পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সময় টিভির এমডি ও সিইও পদ থেকে তাকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।

২০২৩ সালের ১৪ আগস্ট থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলার কার্যক্রম চলছিল। প্রতিষ্ঠানটির প্রায় ১৮ শতাংশ শেয়ার মালিক ও লাইসেন্সধারী আহমেদ জোবায়ের ব্যবস্থাপনায় ফিরে আসতে এ মামলা করেন।

মূলত ‘বি’ গ্রুপের পরিচালকদের সিদ্ধান্তে ‘এ’ গ্রুপের পরিচালক আহমেদ জোবায়েরকে প্রথমে গত বছরের আগস্টে এমডি ও পরে ডিসেম্বরে পরিচালক পদ থেকেও অপসারণ করা হয়। এসব সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করেন তিনি।

চলতি বছরের ১৪ মে একই বেঞ্চ তাকে পরিচালক পদ থেকে সরানোর সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে সময় টিভির বর্তমান চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ও এমডি শম্পা রহমানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। এর ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেন।

জানা গেছে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর সময় মিডিয়া একটি অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) করে আহমেদ জোবায়েরকে অপসারণ করে। কিন্তু নিয়ম অনুযায়ী সভার অন্তত তিন সপ্তাহ আগে তাকে জানানো হয়নি। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ইজিএম আয়োজনের জন্য আহমেদ জোবায়েরকে চিঠি পাঠানোর কথা বলা হলেও বাস্তবে সেটি করা হয় ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি।

চিঠির খামে আহমেদ জোবায়েরের নাম ঠিকানা থাকলেও সেটি পাঠানো হয় অডিট ভবনের পোস্ট অফিস থেকে গুলশান পোস্ট অফিসে, যা সিটি গ্রুপের প্রধান কার্যালয়ের এলাকা, জোবায়েরের ঠিকানা নয়।

এই জালিয়াতির বিষয়টি ব্যারিস্টার কায়সার কামাল তথ্যসহ আদালতে উপস্থাপন করলে আদালত ২৪ ডিসেম্বর ২০২৪ সালের ইজিএম ও একই দিনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) সিদ্ধান্ত স্থগিত করেন। ফলে কোম্পানির আর্টিকেল অব অ্যাসোসিয়েশন পরিবর্তনের সিদ্ধান্তও কার্যকর হচ্ছে না, এবং আহমেদ জোবায়ের পরিচালকের পদে বহাল থাকছেন।

এই মামলায় আহমেদ জোবায়েরের আইনজীবী প্যানেলে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার আহমেদ নাকিব করিম, ব্যারিস্টার সাকিব মাহবুব, ব্যারিস্টার রাফিউল মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট ফয়সাল আল মাহমুদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×