আইনজীবীকে দীপু মনি

‘রিমান্ড যা দেয় দিক, শুনানিতে কিছু বলবি না’


‘রিমান্ড যা দেয় দিক, শুনানিতে কিছু বলবি না’

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

আদালতে দীপু মনির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানির আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে তোলা হয়।

এ সময় আইনজীবীদের সঙ্গে কথা বলেন দীপু মনি। তার আইনজীবী তাকে বলেন, আপা, আজ সাত দিনের রিমান্ড চেয়েছে। 

প্রতি উত্তরে দীপু মনি আইনজীবীকে বলেন, ‘যা রিমান্ড দেয় দিক। শুনানিতে কিছু বলবি না। কিছু বলার দরকার নেই।’ 

তখন তার আইনজীবী বলেন, আপা, শুধু রিমান্ড বাতিলের আবেদন দিয়েছি। কোনো শুনানি করব না। 

পরে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন। 

এ মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গত বছরের ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ির কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারাসহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার ওপর গুলি চালায়। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের দীপু মনিসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বজন মো. আলী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×