পরিণীতি চোপড়া প্রকাশ্যে বেবি বাম্প, মা হওয়ার অপেক্ষায়
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। গত আগস্টে ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ওপর মিষ্টি ছবি পোস্ট করে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন ১+১=৩।
অভিনেত্রী সেই সময় আরও লিখেছিলেন, আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না। সেই সঙ্গে দুজনের একসাথে পথচলার একটি ভিডিও পোস্ট করে ভক্তদের আনন্দে ভাসিয়েছিলেন। পোস্টটি দেখে অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভাসিয়ে দেন এবং বাবা-মা হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার জন্য উত্সাহিত করেন।
এরপর দীর্ঘ সময় পরিণীতি প্রকাশ্যে আসেননি। এবার তিনি নিজের ইউটিউব চ্যানেলে বেবি বাম্প দেখিয়ে নতুন ভিডিওর মাধ্যমে দর্শকদের চমক দিলেন। এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে গর্ভাবস্থায় অভিনেত্রীর চেহারা।
ভিডিওতে পরিণীতি বলেন, আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজে সত্যিই জানতাম না যে, আমি এখানে কী করব বা কোন ধরনের ভিডিও দর্শকদের দেখাব।
তিনি আরও যোগ করেন, আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছু এই রকম প্ল্যাটফর্মে শেয়ার করতে পারব না। রান্নার ভিডিও করতেও পারব না। তবে যে ভিডিও পোস্ট করব, তা সবার মনে ধরবে, ভালো লাগবে।
এভাবে পরিণীতি চোপড়া ভক্তদের জন্য তার নতুন পর্যায়ের জীবনের সুখবর প্রকাশ করলেন।