ভোলা পৌরসভার তিনটি গাড়ি জ্বালিয়ে দিল অবৈধ দোকানিরা, আহত ১৫


ভোলা পৌরসভার তিনটি গাড়ি জ্বালিয়ে দিল অবৈধ দোকানিরা, আহত ১৫

ভোলা শহরের নতুন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় পৌরসভার তিনটি ময়লা ও মালামাল পরিবহনের ট্রাকে আগুন লাগানো হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পৌরসভার কর্মীরা বিকালে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশে অবৈধ দোকান উচ্ছেদ করে মালামাল গাড়িতে তোলার কাজ করছিলেন। তখন বিক্ষুব্ধ দোকানদাররা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পৌরসভার উচ্ছেদ অভিযানের কর্মী আবুল কালাম আজাদ অভিযোগ করেছেন, “আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।” আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সংঘবদ্ধ চক্র পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আগুন লাগানো স্থানে কাউকে যেতে দেয়নি।

ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এবং স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার আগেই গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ বড় অংশ পুড়ে যায়।

ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “নতুন বাজারে অবৈধ দোকান উচ্ছেদ করার সময় ব্যবসায়ীরা তিনটি গাড়িতে আগুন দিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসক আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভোলা মডেল থানার ওসি অবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ জানান, “উচ্ছেদ অভিযানে আগে থেকে পুলিশ চাওয়া হয়নি। তবে তদন্তের পর এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×