স্বামীর দেওয়া আগুনে পুড়ল স্ত্রী-সন্তানসহ ৫ জন


স্বামীর দেওয়া আগুনে পুড়ল স্ত্রী-সন্তানসহ ৫ জন

নরসিংদীতে এক ব্যক্তি নিজের স্ত্রী, সন্তান ও শ্যালিকাকে পেট্রল দিয়ে আগুন দিয়ে জখম করেছে। বুধবার (২২ অক্টোবর) রাত ৩টার দিকে শহরতলীর সঙ্গীতা এলাকায় এ ঘটনায় পাঁচজন দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে রয়েছেন ফরিদ মিয়ার স্ত্রী রিনা বেগম (৩৮), দুই ছেলে আরাফাত (১৫) ও তাওহীদ (৬), শ্যালিকা সালমা বেগম (৩৪) এবং তার ছেলে ফরহাদ (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদ ও রিনার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এই কারণে রিনা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। বুধবার রাতে তিনি সন্তান ও শ্যালিকাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ফরিদ পেট্রল দিয়ে তাদের গায়ে আগুন দেয় এবং ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা টিনের বেড়া ভেঙে ভেতর থেকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

রিনার বাবা মহন মিয়া বলেন, “ফরিদ নেশাগ্রস্ত। সে আমার মেয়ের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। আমি তার বিচার চাই।”

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার গুহ বলেন, “৯৯৯-এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×