মাহিন সরকার

জামায়াতে ইসলামী শুধু ভুল করেনি, তারা যেটা করেছে সেটা গণহত্যা


জামায়াতে ইসলামী শুধু ভুল করেনি, তারা যেটা করেছে সেটা গণহত্যা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের নিঃশর্ত ক্ষমা চাওয়ার বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি জামায়াতের অতীত কর্মকাণ্ডকে ‘সামান্য ভুল’ নয়, বরং গণহত্যা বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপি নেতা মাহিন সরকার বলেন, "জামায়াতে ইসলামীর দ্বারা এদেশের মানুষ সামান্য কষ্ট পায়নি, কিংবা জামায়াতে ইসলাম শুধু ভুল করেনি; যার জন্য তাদের শর্তহীন ক্ষমা করতে হবে। তারা যেটা করেছে সেটা গণহত্যা।"

ডা. শফিকুর রহমানের ‘অতীতের ভুল’ হিসেবে ক্ষমা চাওয়ার প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়ে মাহিন সরকার প্রশ্ন তোলেন, যদি জামায়াতের কর্মকাণ্ড সত্যিই ‘সামান্য ভুল’ হত, তবে কেন তারা ২৪ পরবর্তী সংবিধান সংস্কারের সুপারিশে গণহত্যার শাস্তির বিধানের বিরোধিতা করেছিল।

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ অবশ্যই গণহত্যাকারী গাদ্দারদের সম্পর্কে সচেতন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×