শিক্ষার্থী নিহতের ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০১:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

মাদ্রাসার এক শিক্ষার্থীর ট্রাকচাপায় মৃত্যুতে বিচার দাবি এবং নিরাপদ সড়কের আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ার প্রতিবাদে ফার্মগেটে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে ফার্মগেট মোড়ে এই অবরোধ শুরু হয়, যা এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২১ অক্টোবর), যখন ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে ট্রাকের চাপায় মাদ্রাসার শিক্ষার্থী সিফাত নিহত হন। এই ঘটনায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবি নিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ওই সড়ক অবরোধ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, বুধবার প্রশাসনের প্রতিনিধিরা তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেন। এই কটূক্তির প্রতিবাদ এবং ক্ষমা দাবির অংশ হিসেবে বৃহস্পতিবার ফার্মগেট মোড়ে সড়ক অবরোধের উদ্যোগ নেয়া হয়।