সাগরে ফের লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত


সাগরে ফের লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় নতুন একটি লঘুচাপ গঠনের সম্ভাবনা রয়েছে, যা আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে তামিলনাড়ু ও তার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রভাব ফেলবে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অংশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পতন হতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া বেশির ভাগ অংশে শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্য অংশে আংশিক মেঘলা আকাশ ও প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্য স্থানে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার প্রাধান্য থাকবে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×