চট্টগ্রামে বাস থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


চট্টগ্রামে বাস থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১৯.৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

গতকাল মীরসরাই উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় ‘দুলালি স্পেশাল’ পরিবহনের একটি বাস থেকে তাদের ধরা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর এলাকার নজু মিয়ার কন্যা রশিদা (৩৮) এবং চট্টগ্রামের পাহাড়তলী থানার সালেহ আহমেদের মেয়ে রোকেয়া বেগম (৩৬)।

র‌্যাবের গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, দুই নারী যাত্রীবেশ ধারণ করে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসা ওই বাসে গাঁজা পাচার করছিল। এরপর মীরসরাই সরাই বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এই সময় তারা পালানোর চেষ্টা করলেও র‌্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।

চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, "তল্লাশির সময় রশিদার ব্যাগ থেকে ১০ কেজি এবং রোকেয়ার দুটি ব্যাগ থেকে ৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত দুই নারী পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।"

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×