হাতিরঝিলে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:৪৮ এম, ২৩ অক্টোবর ২০২৫

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পুলিশের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার শ্রী শ্রী মহাপ্রভূর গৌরাঙ্গ মন্দিরের মূল গেটের সামনে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে আবু সালাম (৪৪) ও জুলহাস উদ্দিন (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর কড়াইল বস্তিতে বসবাস করছিলেন।
হাতিরঝিল থানার এসআই আসাদুজ্জামান বলেন, “রাতের টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় মাদক পাচার হতে পারে। পরে ওসির নির্দেশে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের ধরে তল্লাশি চালানো হয়।”
তল্লাশির সময় আবু সালামের কাছ থেকে তিন কেজি এবং জুলহাস উদ্দিনের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।