মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার


মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেছে।

রোববার (২২ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকা জেলার ডেমরা এলাকা থেকে তাকে আটক করে ডিবি। পরবর্তীতে ভোরে তাকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে সাগরের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজ্জাত হোসেন সাগরকে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

সাগরের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জে চলমান আন্দোলনের সময় তিনজন নিহত হওয়ার ঘটনায় সহ আরও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়।

ছাত্রলীগের নেতা পদ ছাড়াও সাজ্জাত হোসেন সাগর মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×