প্রজনন মৌসুমে ইলিশ শিকার: লক্ষ্মীপুরে দুই জেলের কারাদণ্ড


প্রজনন মৌসুমে ইলিশ শিকার: লক্ষ্মীপুরে দুই জেলের কারাদণ্ড

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার ও মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা দায়ে লক্ষ্মীপুরে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকার সেকান্তর হাওলাদারের ছেলে তৈয়ব আলী ও মহরম আলী হাওলাদারের ছেলে শিপন। 

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, বুধবার রাতে উপজেলার মেঘনা নদীতে অভিযান চালানোর সময় অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা চালায় জেলেরা। পরে অভিযান চালিয়ে নৌকাসহ দুই জনকে আটক করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন মেঘনা নদী এলাকায় মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা ও নিষিদ্ধ সময়ে মৎস্য আহরণ করার অপরাধে আটক দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটককৃত নৌকা পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×