চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:১৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের ইপিজেডে একটি পোশাক কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের পর থেকে দমকল বাহিনীর টানা প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ঘটনাটি ঘটে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫ নম্বর সেকশনে অবস্থিত 'অ্যাডামস ক্যাপ' নামের একটি পোশাক কারখানায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট একযোগে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, কারখানাটির ৯ তলা ভবনের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের ভেতরে কতজন শ্রমিক ছিলেন কিংবা কেউ আটকা পড়েছেন কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, "ইপিজেডের ভেতরের একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। বিস্তারিত পরে জানানো যাবে।"
ঘটনার পরপরই ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।