কুরিয়ার সার্ভিসের পার্সেলে পাওয়া গেল সাড়ে ১৪ কেজি গাঁজা


কুরিয়ার সার্ভিসের পার্সেলে পাওয়া গেল সাড়ে ১৪ কেজি গাঁজা

একটি সাধারণ বাদামের পার্সেল। বাইরের থেকে কিছুই বোঝার উপায় নেই। কিন্তু তার ভেতরে লুকানো ছিল বিপুল পরিমাণ গাঁজা। ঈশ্বরদীর একটি কুরিয়ার সার্ভিসে চালানো অভিযানে বাদামের মোড়কের আড়াল থেকে উদ্ধার হয়েছে ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর অভিযানে চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসে।

শনিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার মালগুদাম স্টেশন রোডের একটি কুরিয়ার প্রতিষ্ঠানে অভিযান চালায় র‍্যাব-১২ সিপিসি-২ এর একটি দল। র‍্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে রোববার (১৩ অক্টোবর) পাঠানো র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে।

অভিযানে গ্রেপ্তার করা হয় মো. দুলাল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে, যিনি লালমনিরহাট জেলার সদর থানার দুরাকুঠি এলাকার বাসিন্দা ও মৃত আক্কাছ আলীর ছেলে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে গাঁজার সেই চালান ছাড়াও ৬৪ কেজি বাদাম ও একটি মোবাইল ফোন।

র‍্যাবের ভাষ্যমতে, “আটক দুলাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার করে আসছিল।” অভিযান শেষে তাকে উদ্ধারকৃত মাদকের সঙ্গে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়, যেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, “বাদামের পার্সেলের ভিতর গাঁজা রাখার ঘটনা খুবই চতুর কৌশল।” তিনি আরও জানান, গ্রেপ্তার দুলাল হোসেনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×