ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:২৬ পিএম, ১১ অক্টোবর ২০২৫

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। এতে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর শিকারি কান্দা বাইপাস এলাকায় এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু হয়। ফলে মহাসড়কের দুই প্রান্তে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, আটকে পড়ে শত শত যানবাহন।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার বিকেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন জানান, গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হান ঢাকাগামী বাস ধরতে মাসকান্দা টার্মিনালে গেলে পরিবহন শ্রমিকরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে ব্যঙ্গ করে। এতে উভয়পক্ষে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করে এবং ওই কোম্পানির সব গাড়ি বন্ধের দাবি তোলে।
বক্তব্য জানতে ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে শিকারি কান্দা বাইপাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, “গাড়ি বন্ধ করতে হলে সব কোম্পানির গাড়ি বন্ধ করতে হবে। শুধু ইউনাইটেড পরিবহন বন্ধের দাবিতে শ্রমিকরা রাজি নয়। কারণ এই বাসেই অনেকে জীবিকা নির্বাহ করে। তাই ক্ষুব্ধ শ্রমিকরাই সড়ক অবরোধ করেছে।”
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।”