ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২


ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকার ধামরাইয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে ধামরাই থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - চন্ডিদুয়ার এলাকার মৃত ফুল মিয়ার ছেলে আক্তার আলী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার আলমপুর এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে হুমায়ুন কবির।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “মাদকের বড় একটা চালান ধরা পড়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×