তিন জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ


তিন জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল হঠাৎ বন্ধ ঘোষণা করেছেন বাসমালিকরা। পূর্ব কোনো ঘোষণা না দিয়েই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয় বাস কাউন্টার থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। শ্রমিকদের বেতন বৃদ্ধি ইস্যুকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এতদিন রাজশাহী থেকে ঢাকাগামী প্রতি ট্রিপে চালকরা ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজাররা ৫০০ টাকা এবং সহকারীরা ৪০০ টাকা করে পারিশ্রমিক পেতেন। সম্প্রতি শ্রমিকরা বেতন বাড়ানোর দাবি তোলার পর কয়েক দফা বাস চলাচল বন্ধ ছিল।

পরিস্থিতি সমাধানে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, চালকরা পাবেন ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজাররা ৭৫০ টাকা এবং সহকারীরা ৭০০ টাকা করে পারিশ্রমিক। এই নতুন বেতন কাঠামো শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

তবে বৃহস্পতিবার রাতেই মালিকপক্ষ জানিয়ে দেয়, তারা নতুন বেতন অনুযায়ী অর্থ দিতে রাজি নয় এবং বাস চলাচল বন্ধ ঘোষণা করে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগে বাস বন্ধ করা ন্যাক্কারজনক। এতে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছে তা বর্ণনার বাইরে।”

পূজার ছুটির আগে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ব্যাপক সমস্যার মুখে পড়েছেন। অনেকেই বিকল্প যানবাহনের খোঁজে ছুটছেন, কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে ভিন্ন পথে যাত্রা করছেন।

রাজশাহী টার্মিনালে অপেক্ষমাণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন হোসেন জানান, বাস না পেয়ে তিনি কষ্টে পড়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×