বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:৫৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বালুবাহী একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন নারী ও একটি শিশু কন্যা।
শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এই দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বাসিন্দা বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫), এবং অটোরিকশাচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহতরা হলেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) এবং মেয়ে রুপা মনি দাস (১২)।
ওসি জামিরুল ইসলাম জানান, বিপুল পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন এবং দুর্গাপূজার ছুটিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে সারিয়াকান্দির নারচী গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ভোরে ঢাকা থেকে বাসযোগে বগুড়ায় এসে সেখান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শ্বশুরবাড়ির পথে রওনা দেন। পথে ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবাহী ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শুকুর আলী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লব মারা যান। মমতা রানী ও রুপার অবস্থা গুরুতর, তারা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটি পুলিশ জিম্মায় রয়েছে এবং নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।