ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করবে জামায়াত: গোলাম পরওয়ার


ক্ষমতায় গেলে বেকারত্ব দূর করবে জামায়াত: গোলাম পরওয়ার

দেশের বেকারত্ব সমস্যার সমাধান করবে জামায়াতে ইসলামী এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি কিংবা অন্য কোনো সুবিধা নেবে না। পারলে অন্য দলও সেই অঙ্গীকার করুক।

তিনি আরও জানান, ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকায় জলাবদ্ধতা নিরসন, একটি মিনি স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ হাতে নেওয়া হবে। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জামায়াত সহযোগিতা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সমাবেশে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, যারা এর আগে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা আবারও সেই ধারাবাহিকতায় কাজ শুরু করেছে। বালু চুরি, পাথর চুরি, দুর্নীতি সবই করছে তারা।

তিনি আরও যোগ করেন, সংস্কারের ব্যাপারে একটি দল বাদে সবাই একমত হয়েছে। অথচ তারা মনে করছে, ক্ষমতায় গেলে তবেই না সংস্কার করবে!

সমাবেশকে ঘিরে সকাল থেকেই মিছিল নিয়ে স্বাধীনতা চত্বরে ভিড় করেন জামায়াত নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×