শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমিরের শুভেচ্ছা


শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমিরের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, সারা দুনিয়ায় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে প্রশংসিত। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। এমন সহাবস্থানের নজির বিশ্বের ইতিহাসে বিরল।

জামায়াত আমির আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির ‘রোল মডেল’ হিসেবে আখ্যা দিয়েছে। তিনি অস্ট্রেলিয়ার হাইকমিশনার এইচ ই গ্রে উইল কুক এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান উইলিয়াম হানার প্রশংসাসূচক মন্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলাদেশে ধর্মীয় উৎসবগুলো সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়, যা জাতি হিসেবে আমাদের মর্যাদা আরও উঁচু করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক। আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ, সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অবশ্যই অক্ষুণ্ন রাখতে হবে।

তিনি আরও আহ্বান জানান, দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং জামায়াতের সর্বস্তরের কর্মীসহ শান্তিপ্রিয় দেশবাসী যেন সার্বিক সহযোগিতা প্রদান করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×