পিরোজপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


পিরোজপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ১০ পিস ইয়াবাসহ সাব্বির ফরাজী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা ও এএসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব বালিপাড়া গ্রামের মৃধাবাড়ির সামনে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ সাব্বিরকে গ্রেপ্তার করে।

ওসি মারুফ হোসেন জানান, মাদক কারবারি সাব্বির ফরাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×