আশুলিয়ায় ওয়ান শুটার গানসহ যুবক আটক


আশুলিয়ায় ওয়ান শুটার গানসহ যুবক আটক

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি অবৈধ ওয়ান শুটার গানসহ রাকিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তার সহযোগী সহিদ (৪০) পালিয়ে যেতে সক্ষম হন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বাইপাইল কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটওভার ব্রিজের নিচ থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব নরসিংদীর রায়পুরা থানার মধ্যনগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া সহিদ নরসিংদীর বালুরচর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বাইপাইল কেন্দ্রীয় মসজিদের কাছে কিছু দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। পরে পুলিশের যৌথ দল সেখানে পৌঁছালে দুইজন পালানোর চেষ্টা করে।

পুলিশ রাকিবকে আটক করতে সক্ষম হলেও সহিদ পালিয়ে যান। পরে রাকিবের কাঁধে থাকা কালো রঙের স্কুলব্যাগ তল্লাশি করে দেশীয়ভাবে তৈরি একটি পুরাতন ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘গ্রেপ্তার রাকিবসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক সহিদকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×