এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ


এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ

আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানোসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৫ জুন) বেলা ১২টায় নগরীর নতুল্লাবাদ এলাকার বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা আগামী ২৬ জুনের এইচএসসি পরীক্ষা ২ মাস পেছানোর দাবি জানান। এছাড়া এমসিকিউ ও সৃজনশীলে যৌক্তিক পাশ নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা, ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগেই ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে পূর্বের নিয়মে পরীক্ষা গ্রহণের দাবি জানান তারা। এই দাবিগুলোর প্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকী জানান, পরীক্ষা পেছানোসহ বেশ কিছু দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেই মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×