বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের


বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন—মারকইল-সাহাপুকুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মিলন (৬০) ও আলম (৫৫)।

বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা এক ঘণ্টার ব্যবধানে মারা যান। রাত ৮টার দিকে মিলন ও রাত ৯টার দিকে আলম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া ওই ঘটনায় অন্তত ১৪ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত দুই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

ওসি মনিরুল আরও জানান, এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

তবে বিএনপির স্থানীয় নেতারা বলছেন, সংঘর্ষটি রাজনৈতিক নয়। তাদের দাবি, এটি সম্পূর্ণ স্থানীয় বিরোধের জের ধরে ঘটেছে।

সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, “দুই পক্ষেই বিএনপির কর্মী থাকলেও ঘটনাটি রাজনৈতিক নয়। স্থানীয় গ্রাম্য বিরোধ থেকেই এ হামলা হয়েছে।”

একই মন্তব্য করেন নাচোল থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের। তিনি বলেন, “এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, স্থানীয় গ্রাম্য রাজনীতির দ্বন্দ্ব থেকে সংঘর্ষের সূত্রপাত।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×