নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল


নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পটুয়াখালীর গলাচিপায় হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার (১৪ জুন) রাতে গণ অধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এতে বক্তারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যারা হামলা করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×