নোয়াখালীতে যুবদল নেতাকে বহিষ্কার
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৩২ পিএম, ০৩ জুন ২০২৫

নোয়াখালী জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন নামে এক যুবদল নেতাকে বিভিন্ন অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
এর আগে, একই দিন সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি এবং পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা বিষয়ে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।
নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জানান, নয়নকে বহিষ্কারের সিদ্ধান্ত সম্পর্কে ইতোমধ্যে আমরা অবগত হয়েছি। দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে তার দায়ভার দল নেবে না। চাঁদাবাজি, পেশিশক্তি, অনিয়ম থেকে বিরত থাকার জন্য নোয়াখালী জেলা যুবদলের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি।