খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত


খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।রোববার (২৬ মে) রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানার আওতাধীন ২২ তলা ভবনের পাশে এ ঘটনাটি ঘটে।

নিহত গোলাম হরিণটানা থানার ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।


স্থানীয়রা জানায় , পূর্ব শত্রুতার জেরে কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত গোলামের ওপর অতর্কিত হামলা চালায় । দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান  বলেন, “রাত সাড়ে ১২টার দিকে তিন থেকে চার জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে গোলামের ওপর হামলা চালায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×