বিশ্ব বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার


বিশ্ব বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্বকে নতুন ধারায় রূপান্তর করতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তুলতে উৎসাহিত করেন, যেখানে প্রত্যেকে হবে পরিবর্তনের দূত।

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে মূল বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ইউনূস তাঁর স্বপ্নের তিনটি শূন্য বিশ্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, মানবজাতির লক্ষ্য হওয়া উচিত কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা, দারিদ্র্য দূর করতে সম্পদের কেন্দ্রীকরণ শূন্যে আনা এবং সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে বেকারত্বকে শূন্যে নামানো।

একই সঙ্গে তিনি শূন্য বর্জ্য ধারণার ওপর জোর দিয়ে জাতিসংঘ মহাসচিবের “জিরো ওয়েস্ট ইনিশিয়েটিভ এর প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এটি কেবল কোনো স্বপ্ন নয়, বাস্তবেও এর রূপ দেখা যাচ্ছে। তরুণরা সর্বত্র থ্রি-জিরো ক্লাব গড়ে তুলুক যেখানে প্রতিটি মানুষ হয়ে উঠবে থ্রি-জিরো ব্যক্তি।

তাঁর ভাষায়, একজন থ্রি-জিরো ব্যক্তি টেকসই জীবনযাপন করবেন, বর্জ্য কমাবেন, সামাজিক উদ্যোক্তা হবেন এবং বৈশ্বিক উষ্ণায়ন, বৈষম্য কিংবা বেকারত্ব বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখবেন না।

ইউনূস আরও বলেন, যত বেশি মানুষ এই আন্দোলনে যুক্ত হবে, তত দ্রুত গড়ে উঠবে থ্রি-জিরো পরিবার, থ্রি-জিরো গ্রাম, থ্রি-জিরো শহর এবং একদিন আমরা পৌঁছে যাব থ্রি-জিরো বিশ্বে। পরিবর্তনের শুরু হয় ছোট একটি পদক্ষেপ থেকে, কিন্তু মিলিত প্রয়াসই সেই পদক্ষেপকে বিশ্ব বদলের শক্তিতে পরিণত করবে।

জাতিসংঘের মঞ্চকে অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার জায়গা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই অস্থির সময়ে প্রকৃত রূপান্তর নিহিত আমাদের ঐক্যে। আমরা যদি সামাজিক ব্যবসার শক্তি, তরুণদের উদ্যম ও প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, তাহলে জটিল বৈশ্বিক সংকটও মোকাবিলা করা সম্ভব।

তরুণদের উদ্দেশে অধ্যাপক ইউনূস শেষবারের মতো আহ্বান জানিয়ে বলেন, “চলুন আমরা হয়ে উঠি নতুন ঢেউয়ের নির্মাতা একটি বিশ্ব যেখানে থাকবে ন্যায়, টেকসই উন্নয়ন ও আশার আলো। আমাদের সম্মিলিত স্বপ্ন একদিন মানবজাতির জন্য নতুন ভোর বয়ে আনবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×