আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
- ঝিনাইদহ প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৩১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫

নিষিদ্ধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক ছয় বাংলাদেশিকে সোমবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুটি ভিন্ন সীমান্তপথে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ।
বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৯৪ ব্যাটালিয়নের সদস্যরা প্রথমে বিকেল ৫টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে এক নারী ও এক পুরুষকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
অতিরিক্ত সময় না নিয়ে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বাঘাডাঙ্গা সীমান্ত পয়েন্ট দিয়ে আরও চারজনকে ফেরত পাঠায় বিএসএফ। তাদের মধ্যে ছিলেন দুইজন নারী ও দুই শিশু। এই হস্তান্তর কার্যক্রম পরিচালনা করে ১৯৪ ব্যাটালিয়নের অধীন সুন্দরপুর বিএসএফ ক্যাম্পের কমান্ডার।
বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএসএফের কাছ থেকে ফেরত পাওয়া ছয়জন বাংলাদেশিকে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে, যা একটি সাধারণ ডায়েরির মাধ্যমে সম্পন্ন হয়।