ছাত্রলীগ নেতাকে আটকে মুক্তিপণ, গ্রেফতার ৩ বিএনপি কর্মী


ছাত্রলীগ নেতাকে আটকে মুক্তিপণ, গ্রেফতার ৩ বিএনপি কর্মী

বরিশালের চকবাজার এলাকায় মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতাকে অপহরণ করে ছয় লাখ টাকা মুক্তিপণ আদায়ের সময় তিনজন বিএনপি নেতাকর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অপহৃত ছাত্রলীগ নেতা শাকিলকে উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলেন—বরিশাল নগরীর বাজার রোড এলাকার জহিরুল ইসলাম প্রিন্স, সাইফুল ইসলাম সুজন এবং সোলায়মান সুমন। তারা বরিশাল মহানগর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

মহানগর ডিবি পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন বলেন, ‘ছাত্রলীগ নেতা শাকিলকে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে মুক্তিপণের টাকা গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে শাকিলকে উদ্ধার করা হয়।’

এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই হাফিজুর রহমান শামিম বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে শুক্রবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×