শিক্ষককে হেনস্তা করলেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সভাপতি


শিক্ষককে হেনস্তা করলেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সভাপতি

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ কর্তৃক কলেজে হামলা, ভাঙচুর ও শিক্ষক লাঞ্চনার ঘটনা ঘটেছে।  শিবির পন্থী বলে এ হেনস্তা করেন।

মঙ্গলবার (৬ মে) রাত থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। জানা যায়, সোমবার (৫ মে)  নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে এ হামলা ও ভাঙচুর চালানো হয়। এসময় নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক এবং শহীদ অধ্যাপক আবুল হাসেম হলের হল সুপার মো. আনোয়ার হোসেনকে লাঞ্চিত করা হয়।

জানা যায়, নিয়ম লঙ্ঘন করে ছাত্রদলের সুপারিশকৃত ছাত্রকে হলে না উঠানোর জেরে মূলত এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কলেজের শিক্ষ ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে হেনস্তার স্বীকার নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, কয়েকদিন হলো আমি কলেজের হলের দায়িত্ব পেয়েছি। ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ এসে একটা ছাত্রকে হলে উঠানোর বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে। তখন আমি বলি নিয়ম ম্যানটেইন  করে আবেদন অনুযায়ী সিট খালি থাকা সাপেক্ষে  সবাইকে হলে উঠানো হবে। তখন সে আমাকে হুমকি-ধমকি ও উচ্চবাচ্য শুরু করে। আমি তাকে সংযত আচরণ করতে বললে তখন সে আরও উত্তেজিত হয়ে আমার কক্ষের টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে। এবং বলে যে এটা তার এলাকা, আমাকে সে দেখে নিবে।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে অভিযোগ অস্বীকার করে বলেন, ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি  শুধুমাত্র একটু চেঁচামেচি করেছিলাম। আর তাছাড়া এ স্যার শিবিরপন্থী।

এ বিষয়ে জানার জন্য নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন কে একাধিকবার কল করা হলেও মুঠোফোনে পাওয়া যায়নি তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×