ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী গৃহকর্মী, পিতা-পুত্র শ্রীঘরে


ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী গৃহকর্মী, পিতা-পুত্র শ্রীঘরে

সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহকর্মীকে ধর্ষণের দায়ে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।
বিজ্ঞাপন

এ বিষয়ে মোখলেছুর রহমান বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারী দীর্ঘ ৫ বছর ধরে তাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন। এ সুযোগে বাবা ও ছেলে নিয়মিতভাবে ধর্ষণ করেন তাকে। এতে বর্তমানে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় ওই গৃহকর্মীর মা বাদী হয়ে থানায় পৃথক দুটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। এ দুটি মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×