সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৮) মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামতৈল রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতপরিচয় ওই নারী স্টেশনের পশ্চিম পাশ থেকে পূর্বপাশে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জাগো নিউজ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন জামতৈল স্টেশনে পৌঁছালে ওই নারী ট্রেনে কাটা পড়েন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত ওই নারীর নাম ও পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×