সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার


সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভেড়ারদহ ব্রিজের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- বৈকুণ্ঠপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে রিয়াজ উদ্দিন ও তোতা মিয়ার ছেলে হৃদয়। 

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বৈকুণ্ঠপুর ভেড়ারদগ ব্রিজের নিচে দুটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল  মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×