রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৩ এম, ১৬ অক্টোবর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে এবার ২৩টি পদে লড়ছেন মোট ২৪৭ প্রার্থী। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের অন্তর্ভুক্ত করে এখন পর্যন্ত ১২টি প্যানেল ঘোষণা করা হয়েছে।
রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। রাকসু ও সিনেট নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন, আর হল সংসদে প্রার্থী হয়েছেন ৬০০ জন।
ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট দেবেন আমির আলি হল কেন্দ্রে (জুবেরি ভবনের পূর্ব হল রুম)। জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ভোট দেবেন জিয়াউর রহমান হল কেন্দ্রে (শহীদুল্লাহ ভবনের ১৫০ নম্বর গ্যালারি), এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির ভোট দেবেন শেরে বাংলা হল কেন্দ্রে (প্রথম বিজ্ঞান ভবনের ১২৯ নম্বর গ্যালারি)।
অন্যদিকে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির ভোট দেবেন সোহরাওয়ার্দী হল কেন্দ্রে (তৃতীয় বিজ্ঞান ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে)। জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ভোট দেবেন হবিবুর রহমান হল কেন্দ্রে (দ্বিতীয় বিজ্ঞান ভবনের ১৩৩ নম্বর কক্ষ) এবং এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ভোট দেবেন রহমতুন্নেসা হল কেন্দ্রে (রবীন্দ্র ভবনের দক্ষিণ-পশ্চিমের ১২৩ নম্বর কক্ষ)।
ভোটের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব।
উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নিতে শিক্ষার্থীদের আগ্রহ চোখে পড়েছে। এক শিক্ষার্থী বলেন, “জীবনে প্রথমবার ভোট দিচ্ছি— দিনটা আমাদের জন্য আনন্দের। আশা করি, বিজয়ীরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন।”
প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।