মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৩৬ এম, ১৩ অক্টোবর ২০২৫

রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় একজন সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতেই এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, উভয় পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, আতঙ্কে আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমসহ বিভিন্ন ছাত্রনেতা। একই সময়ে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রাতের ঘটনাপরবর্তী সময়েও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা দেখা দেয়। পরে তা দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।”
তিনি আরও জানান, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে—আসলে কী কারণে সংঘর্ষ ঘটেছে। যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, তাহলে তা নেওয়া হবে।” তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।