সাত কলেজের শিক্ষার্থীদের লং মার্চ ঘোষণা


সাত কলেজের শিক্ষার্থীদের লং মার্চ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আগামী ১৩ অক্টোবর ২০২৫ (সোমবার) “লং মার্চ টু শিক্ষাভবন”-এর ঘোষণা দিয়েছে। তাদের দাবি, বহু প্রতীক্ষিত অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে; অন্যথায় আন্দোলন আরও তীব্র করা হবে।

এ বিষয়ে বাঙলা কলেজের শিক্ষার্থী মুত্তাকি বলেন, “অধ্যাদেশের খসড়া প্রকাশের পর থেকেই শিক্ষা সিন্ডিকেটের দৃশ্যমান ও অদৃশ্য ষড়যন্ত্র শুরু হয়েছে বিভিন্ন মহলে। ২৪ সেপ্টেম্বর খসড়া প্রকাশের পর মতামত দেওয়ার জন্য ৭ কর্মদিবস সময় নির্ধারণ করা হলেও, একটি মহল মরিয়া হয়ে ওঠে; ফলে সময়সূচি বাড়ানো হয়। গত ৯ অক্টোবর মতামত দেওয়ার সময় শেষ হলেও আমরা আশঙ্কা করছি - অধ্যাদেশ জারির পথে বাধা সৃষ্টি করতে সেই মহলের নেপথ্য কার্যক্রম এখনও চলছে।”

তিনি আরও বলেন, “এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হলো দ্রুত অধ্যাদেশ জারি করা। অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা এখন স্বাভাবিকভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না।”

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন - অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, “অক্টোবর মাস চলবে ততদিন, যতদিন না অধ্যাদেশ জারি হয়। অক্টোবর হবে শিক্ষা সিন্ডিকেটবিরোধী লড়াইয়ের মাস।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×