প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং-এ স্থান পেল মাভাবিপ্রবি
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৫৫ পিএম, ১০ অক্টোবর ২০২৫
.jpeg)
প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ স্থান করে নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। যুক্তরাজ্যভিত্তিক এই মর্যাদাপূর্ণ র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ১২০১–১৫০০ ব্যান্ডে অবস্থান করছে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম স্থানে রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত র্যাংকিংয়ে মোট ২৮টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ১৯টি সরাসরি র্যাংকিংয়ে স্থান পেয়েছে, আর ৯টি “রিপোর্টার” হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তবে এবারও কোনো বাংলাদেশি বিশ্ববিদ্যালয় প্রথম ৮০০-এর মধ্যে জায়গা করে নিতে পারেনি।
৮০১ থেকে ১০০০ ব্যান্ডে রয়েছে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
১০০১ থেকে ১২০০ ব্যান্ডে স্থান পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে ১২০১ থেকে ১৫০০ ব্যান্ডে রয়েছে মাভাবিপ্রবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এ অর্জনকে “মাভাবিপ্রবির পরিবারে সবার সম্মিলিত প্রচেষ্টার ফল” বলে মন্তব্য করেন। দুপুরে অফিসে র্যাংকিং কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,
“আমাদের র্যাংকিং যাত্রায় এই প্রাথমিক সাফল্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবার অবদানেই সম্ভব হয়েছে। বিশেষ করে যেসব শিক্ষক শিক্ষা ও গবেষণায় নিজেদের নিবেদিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র্যাংকিং কমিটি বছরের শুরু থেকেই QS র্যাংকিং ও জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচি (SDGs) অনুযায়ী টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিং নিয়ে কাজ করে আসছে। সম্প্রতি এ কমিটি QS র্যাংকিং সিস্টেমের আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া শাখার ম্যানেজার রামি আওয়াদকে নিয়ে একটি ওয়েবিনারও আয়োজন করেছে। উপাচার্য আশা প্রকাশ করেন, সবার যৌথ প্রচেষ্টায় মাভাবিপ্রবি ভবিষ্যতে আরও সম্মানজনক স্থানে পৌঁছাবে।
গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির বলেন, “মাভাবিপ্রবি প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন-এর র্যাংকিংয়ে স্থান পেয়েছে—এটি আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন। সীমিত সম্পদেও মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সম্ভব—এই অর্জন তারই প্রমাণ।”
তিনি আরও বলেন, “এই সাফল্য শুধু মাভাবিপ্রবির নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের জন্যও এক বড় অনুপ্রেরণা। এটি ভবিষ্যতে আরও উন্নত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করবে।”
বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হ্নদয় হোসাইন বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাংকিংয়ে স্থান পেয়েছে। এটি আমাদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে অনুপ্রেরণা যোগাবে। আশা করি ভবিষ্যতে আরও ভালো গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে।”
টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং প্রস্তুত করেছে শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণার মান, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থী উপস্থিতিসহ বিভিন্ন সূচক বিবেচনা করে।
এই বছর বিশ্বের ৩,১১৮টি বিশ্ববিদ্যালয় তালিকায় জায়গা পেয়েছে। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শীর্ষে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT) দ্বিতীয়, আর তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে প্রিন্সটন ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।