ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসে ছাত্রলীগ নেতা আটক


ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসে ছাত্রলীগ নেতা আটক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসে ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা, যা নিয়ে শিক্ষাঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার, ১২ অক্টোবর দুপুরে মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শিক্ষার্থীর নাম হুসাইন তুষার, তিনি অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হুসাইন তুষার রবিবার মাস্টার্সের ক্লাসে অংশ নিতে ক্যাম্পাসে যান। সেখানে ছাত্রদলের কর্মীরা তাকে দেখে চিহ্নিত করে এবং পরে প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হস্তান্তর করে।

ঘটনার বিষয়ে শাখা ছাত্রদলের এক সদস্য রাফিজ আহমেদ বলেন, "এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি ধমকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। নিয়মিত ফেসবুকে পোস্ট দিচ্ছে। কিছু দিন আগে ভিসি স্যার নিয়োগ বোর্ডের বিষয়ে বলেছে, আমরা মেধা দেখছি, কারও কোনও দল দেখছি না। এই কারণেই ক্যাম্পাসে আবার ছাত্রলীগ প্রবেশের সাহস পাচ্ছে কি না দেখা উচিত।"

অন্যদিকে, আটক হওয়া হুসাইন তুষার দাবি করেন, তিনি কোনও বেআইনি উদ্দেশ্যে ক্যাম্পাসে আসেননি। তার ভাষায়, "আমার অনার্স শেষ হয়েছে। আগে শুধু পরীক্ষা দিতে এসেছিলাম। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের পরীক্ষা দিতে এলে তারা আমকে আটক করে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, "তাকে শিক্ষার্থীরা ধরে প্রক্টর অফিসে নিয়ে আসছে। আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, "তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবো।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×