‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতি এড়াতে ঢাবির শরৎ উৎসব স্থগিত
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:২৫ পিএম, ১০ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নিয়মিত আয়োজিত শরৎ উৎসব এ বছর হঠাৎ স্থগিত করা হয়েছে। আয়োজকদের একজনকে ঘিরে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর, সম্ভাব্য ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে অনুষদ কর্তৃপক্ষ।
শুক্রবার, ১০ অক্টোবর, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর ধরে চারুকলার বকুলতলায় শরৎ উৎসব আয়োজন করে আসছে। এবারও ১০ অক্টোবর অনুষ্ঠানের জন্য অনুমতি চেয়ে তারা অনুষদের কাছে আবেদন করে, যা নিয়মমাফিক অনুমোদনও দেয়া হয়।
তবে পরিস্থিতির মোড় ঘোরে ৯ অক্টোবর। ‘ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ’ নামের একটি সংগঠন চারুকলা অনুষদে নতুন একটি আবেদনপত্র জমা দেয়। এতে অভিযোগ তোলা হয়, এবারের শরৎ উৎসবের আয়োজকদের একজনের বিরুদ্ধে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।
এই অভিযোগ সামনে আসার পর, অনুষদ কর্তৃপক্ষ সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে উৎসবটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
বিবৃতিতে আরও জানানো হয়, শনিবার, ১১ অক্টোবর, চারুকলা অনুষদের শিক্ষকরা সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে। সেই আলোচনার ভিত্তিতেই উৎসবটি ভবিষ্যতে আয়োজন করা হবে কি না, তা নির্ধারিত হবে।