বাকসু গঠনের জন্য তিন সদস্যের কমিটি গঠন
- ববি প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:০৭ পিএম, ০৭ অক্টোবর ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) গঠনের উদ্যোগ হিসেবে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মুহসিন উদ্দীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, “বাকসু গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে।”
গঠিত কমিটির সদস্যরা হলেন—ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, আইন বিভাগের প্রভাষক ছোটন আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন।
তবে বাকসু গঠনের সময়সীমা সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি বলে রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দীন উল্লেখ করেন।