ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ


ছাত্রদলের ভিপিপ্রার্থী আবিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের রিডিংরুমে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যা আচরণবিধি অনুযায়ী নিষিদ্ধ। ডাকসু ও হল সংসদ নির্বাচনী বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, রিডিংরুমসহ শ্রেণিকক্ষ, পরীক্ষার হল বা এ জাতীয় কোনো স্থানে নির্বাচনী প্রচার চালানো যাবে না।

আবিদুল ইসলাম খানের রিডিংরুমে প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, তিনি রিডিংরুমে প্রবেশ করে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করছেন এবং নিজের পরিচয় দিয়ে দোয়া চাইছেন। এমনকি কিছু শিক্ষার্থীর সঙ্গে কোলাকুলিও করতে দেখা যায় তাকে।

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী বিধিমালা ৬ এর (চ) উপধারায় উল্লেখ আছে, “পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন– শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভেতরে ও করিডোরে মিছিল করা যাবে না।” এই বিধান অনুযায়ী, আবিদুল ইসলামের এ কর্মকাণ্ড আচরণবিধির পরিপন্থী।

এছাড়া, নির্বাচনী বিধিমালা ১৭ ধারায় বলা হয়েছে, “কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন।”

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “কেউ যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×