
বিশ্ব রেসলিং জগতের অন্যতম চেনা মুখ, হাল্ক হোগান আর নেই। জনপ্রিয় এই রেসলার ৭১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার, ২৪ জুলাই তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই।
আসল নাম টেরি বোল্লেয়া হলেও, রিংয়ে তিনি 'হাল্ক হোগান' নামেই পরিচিত ছিলেন। ১৯৮০-এর দশকে তিনি রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে ওঠেন এবং বিশ্বজুড়ে ডব্লিউডব্লিউই-এর জনপ্রিয়তা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ডব্লিউডব্লিউই এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে জানায়, আমরা জেনেছি আমাদের হল অব ফেমার হাল্ক হোগান মারা গেছেন। পপ সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। ১৯৮০-র দশকে ডব্লিউডব্লিউই-কে বিশ্বব্যাপী পরিচিতি অর্জনে সহায়তা করেছিলেন তিনি। হোগানের পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি ডব্লিউডব্লিউই গভীর সমবেদনা জানাচ্ছে।
রেসলিং ছাড়াও, তার জনপ্রিয়তা এতটাই বিস্তৃত ছিল যে, চলচ্চিত্র জগতেও তিনি কাজের সুযোগ পেয়েছিলেন।
তথ্যসূত্র: সিএনএন