.png)
বিপিএলের দ্বাদশ আসরের উত্তাপ মাঠে নামার আগেই ঢাকা পৌঁছেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পাকিস্তানি পেসার শোয়েব আখতার। শনিবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি, ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নেয়ার জন্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, “শোয়েব আখতারকে দলে অন্তর্ভুক্ত করা একটি বড় পদক্ষেপ, যার মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও সুশৃঙ্খল দল গড়তে চাই। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং লড়াকু মানসিকতা আমাদের খেলোয়াড়দের মাঠের ভেতরে ও বাইরে সঠিক দিকনির্দেশনা দেবে।”
তবে শোয়েব আখতার পুরো সময়ের জন্য ঢাকায় থাকছেন না। জানা গেছে, এই দফায় তিনি মাত্র দুই দিন ঢাকায় অবস্থান করবেন। এরপর ফিরে গিয়ে টুর্নামেন্ট শুরুর আগে আবারও দলের সঙ্গে যোগ দেবেন। এবারের বিপিএলের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর।
ক্রিকেট ইতিহাসে দ্রুতগতির বল চালনার জন্য খ্যাত শোয়েব আখতারকে নতুন করে পরিচয় করানোর প্রয়োজন নেই। আনুষ্ঠানিকভাবে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির রেকর্ড এখনও তার দখলে। পাকিস্তানের জার্সিতে তিনি ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি খেলে ২০১১ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করলেও এবার বিপিএলে ডাগআউটে ঢাকা ক্যাপিটালসের মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাকে।