
বিশ্ব রেসলিংয়ের এক উজ্জ্বল নক্ষত্র ও ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা এবার চিরতরে রেসলিংকে বিদায় জানিয়েছেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে তাঁর শেষ ম্যাচে তিনি হেরে যান গুন্থারের কাছে।
১৭ বার বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জয়ী জন সিনা এবং গুন্থারের লড়াই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ। পুরো ম্যাচ জুড়ে দুই রেসলারই একে অপরকে চাপে রাখেন। সিনা ম্যাচে তিনটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করেন এবং গুন্থারকে কমেন্টারি টেবিলের ওপর দিয়েও ফেলে দেন। তবুও তিনি পিনফল নিতে পারেননি।
শেষ পর্যন্ত গুন্থার তার লক্ষ্য পূরণ করেন। বহুবার বাঁচার চেষ্টা করেও সিনাকে শেষ পর্যন্ত স্লিপার হোল্ডে ট্যাপ আউট করতে বাধ্য হতে হয়। এভাবেই শেষ হলো জন সিনার রেসলিং যাত্রা।
ডব্লিউডব্লিউই এই রাতটি একটি মহড়া আয়োজনে পরিণত করে। দর্শক হিসেবে উপস্থিত ছিলেন কার্ট অ্যাঙ্গেল, রব ফন ড্যাম, ট্রিশ স্ট্রস, ইভ তরেস সহ আরও অনেকে। আন্ডারটেকার এবং ‘রক’ ভিডিও বার্তার মাধ্যমে সিনাকে শ্রদ্ধা জানান।
প্রথমে রিংয়ে প্রবেশ করেন গুন্থার। এরপর জন সিনা নামার মুহূর্তে পুরো অঙ্গন উচ্ছ্বাসে দোল খায়, করতালিতে মুখরিত হয়। সিনা নিজেই ক্যামেরা হাতে দৌড়ে রিংয়ে যান এবং রিংসাইডে বসা কিংবদন্তিদের অভিবাদন জানান।
ম্যাচ শেষে আবেগঘন দৃশ্যপট তৈরি হয়। লকার রুম থেকে রেসলাররা রিং ঘিরে ধরেন। সিএম পাঙ্ক এবং কোডি রোডস সিনার কাঁধে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট রাখেন। দর্শকরা একটানা ‘থ্যাঙ্ক ইউ সিনা’ ধ্বনি দেন।
শেষ মুহূর্তে সিনা ট্রিপল এইচকে আলিঙ্গন করেন। এরপর তার একটি ট্রিবিউট ভিডিও দেখানো হয়। সিনা র্যাম্প বেয়ে উঠে দর্শকদের অভিবাদন জানান এবং চিরতরে রেসলিং অঙ্গন ছাড়েন।