
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগ তুলে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি শুরু করেন।
জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, জুলাই যোদ্ধা ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরও ঘটনার মূল হোতাদের এখনো আইনের আওতায় আনতে পারেনি সরকার। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তারা।
নেতারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুততম সময়ের মধ্যে ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের দাবি, জনবিপ্লবকে ব্যর্থ করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
এদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান, মানবপাচার চক্রের দুই সহযোগী, ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ আরও দুজন।
সবশেষ রোববার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন—ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। অভিযানে ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাদির এক আত্মীয় মামলাটির বাদী হন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। সোমবার সকালে থানার ডিউটি অফিসার এএসআই রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।